ঢাকা রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নৌকা প্রার্থীর সমর্থনে উঠান বৈঠকে নগরমাতা লুনা আব্দুল্লাহ

vorer angikar
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: আসন্ন ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩শে ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ড গোরস্থান রোড গফুর মিয়া লেনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিনী নারী নেত্রী লুনা আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, বরিশালে নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকা ক্ষমতায় না থাকলে পদ্মাসেতু সহ দক্ষিনাঞ্চলের এ উন্নয়ন কখনও সম্ভব হতো না। তাই বরিশাল সদরের কাংখিত উন্নয়ন ঘটাতে হলে নৌকার বিকল্প নেই। আগামী ৭ই জানুয়ারী কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান লুনা আব্দুল্লাহ।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বরিশাল ২১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী খাদিজা আক্তার ,বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরগণ,ওয়ার্ডের ছাত্রলীগ,যুবলীগ, শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।

এসময় নগর মাতা ওয়ার্ডের মহিলা ভোটারদের মাঝে নৌকার পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম ও কুশল বিনিময় করেন। সবাইকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।