ঢাকা মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় আওয়ামী লীগের দুপক্ষের মারামারি

admin
ডিসেম্বর ১৯, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বানারীপাড়া পৌর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল-২ আসনে (বানারীপাড়া- উজিরপুর) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দলীয় নেতাকর্মীদের নিয়ে বানারীপাড়া ফেরিঘাটে আওয়ামী লীগ পার্টি অফিসে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বর্তমান এমপি শাহে আলমের অনুসারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা এবং এমপি শাহে আলমের ভাই রিয়াজ তালুকদারসহ তার নেতাকর্মীরা পার্টি অফিসে প্রবেশ করতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হন।

অভিযোগ পাওয়া গেছে, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার লোকজন তাদের ওপর আক্রমণ করে। এতে আট জন আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ের মধ্যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।