ঢাকা মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি গঠন।

vorer angikar
নভেম্বর ১১, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু, তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বেসরকারি আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম তানজিল তাসনিন (৩০)। তিনি নগরীর কাউনিয়া থানার ৩নং ওয়ার্ডের ছোট বটতলা এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম ফারুকের স্ত্রী।
ভুক্তভোগীর স্বামী আমিরুল ইসলাম ফারুক সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অভিযোগে জানান, তার স্ত্রী তানজিল তাসনিন গত ২৬ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে প্রসববেদনা নিয়ে বরিশালের আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন।
ভর্তি হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নজরুল ইসলাম সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। অভিযোগে বলা হয়, অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে জানা যায়, অপারেশনের সময় রক্তনালী কেটে যাওয়ায় মারাত্মক রক্তক্ষরণ হয়।
পরিস্থিতি গুরুতর হলে হাসপাতাল কর্তৃপক্ষ টানা ১৬ ব্যাগ রক্ত সঞ্চালন করে। তবুও অবস্থার উন্নতি না হওয়ায় তানজিল তাসনিনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মৃত্যুর ছয় দিন পর— ১ নভেম্বর— নিহতের পরিবার মৃত্যুর সঠিক কারণ জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে চিকিৎসক নজরুল ইসলামের নির্দেশে হাসপাতালের কয়েকজন কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
ভুক্তভোগীর স্বামী আমিরুল ইসলাম ফারুক বলেন,আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ ছিলেন। চিকিৎসকের ভুল সিদ্ধান্ত ও অবহেলার কারণেই তাকে হারাতে হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।”
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনজুর-ই-এলাহী বলেন,আমার কাছে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আরিফ মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন,সিভিল সার্জন আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে। পরিবার দোষী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচার ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা দাবি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।