ঢাকা বুধবার , ২৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তিনদিন পর নদীতে মিলল লালমোহনের লঞ্চ থেকে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ

vorer angikar
আগস্ট ২৭, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ঢাকা-লালমোহন নৌরুটের এমভি মানিক-১১ লঞ্চ থেকে ঝাঁপ দেয়ার তিনদিন পর মেঘনা নদীতে সন্ধান মিলেছে নিখোঁজ যুবক মো. খলিলের মরদেহের। মঙ্গলবার বিকেলে দৌলতখানের চরপাতা এলাকার মেঘনা নদীতে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দৌলতখান থানা ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। মো. খলিল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মানিক-১১ লঞ্চটি কালিগঞ্জ এলাকায় পৌঁছালে ওই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন খলিল নামে এক যুবক। এরপর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা থেকে আমাকে জানানো হয় তারা নদীতে একটি মরদেহ পেয়েছেন। পরে বিষয়টি আমি নিখোঁজ যুবক খলিলের স্বজনদের জানালে তারা দৌলতখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে সংশ্লিষ্ট থানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।