দীর্ঘদিন ধরেই বরিশাল নগরী ছিল উন্নয়ন বঞ্চিত। সাবেক মেয়র আহসান হাবিব কামাল, মজিবর রহমান সরোয়ারের আমলে দৃশ্যত নগরীর কোন উন্নয়ন না হলেও হিরনের আমলে জাইকার অর্থায়নে কিছু উন্নয়ন মুলক কাজ হলেও তার অকাল মৃত্যুতে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্বাচিত হওয়ার পর নগরীকে সিংগাপুরের আদলে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেও তার কথা আমাবস্যার চাদের মতো প্রোপাগাণ্ডায় পরিনত হয়েছে। বর্তমান মেয়র ক্ষমতায় আসার ২/১ বছরের মধ্যে কোন উন্নয়ন নগরবাসীর চোখে না পরলেও নগরীর প্রধান কয়েকটি সড়ক সংস্কার করা ব্যাতিত আর তেমন কোন অবকাঠামোগত উন্নয়ন করতে পারেননি। তবে ক্ষমতার শেষ মুহুর্তে এসে বেশ কিছু অলিগলি খোড়াখুড়ি করে এবং সেগুলো গভীর রাতে পরিদর্শন করে লাইভে প্রচার করে জনগণের আস্থা অর্জন করতে চাইলেও কার্যত তা সম্ভব হয়নি। উল্টো এগুলোর কাজ বর্তমানে বন্ধ থাকায় তা জনগণের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে। এর মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে ২৪ নং ওয়ার্ড, ধান গবেষণা সড়ক। ঠিক এই মুহুর্তে মেয়র প্রার্থী খোকন
সেরনিয়াবাত এবং অন্য মেয়র প্রার্থীরা নগরবাসীকে উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি দিলেও তাতে আর ভরসা করতে পারছে না সাধারণ মানুষ। তাদের বক্তব্য, ইচ্ছা থাকলে উপায় হয়,যার জ্বলন্ত উদহারন পটুয়াখালী শহর। তবে অনেকেরই অভিমত, আওয়ামী লীগের বর্তমান মেয়র প্রার্থী যেহেতু ১৫’ই আগস্টের ভিকটিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, সেহেতু তিনি যদি নির্বাচিত হয়ে চাপমুক্ত ভাবে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন, তাহলে হয়তো নগরবাসী কাংখিত উন্নয়ন প্রত্যক্ষ করতে পারবেন। এদিকে,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর এর আয়োজিত অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরিশাল নগরীর পোর্টরোডে বিকাল ৫ টায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল মহানগর শাখার সভাপতি খান মোঃ হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। প্রধান অতিথি হিসেবে খোকন সেরনিয়াবাত তার বক্তব্যে বলেন,আওয়ামী লীগ সরকার এর যে সারা দেশে উন্নয়নের কর্মযজ্ঞ ধারা বাহিক ভাবে চলেছে সেভাবে বরিশাল সিটিতে তেমন কোন উন্নয়ন হয়নি। আমাকে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে আপনারা মেয়র পদে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি সুপরিকল্পিতভাবে নগরায়ণ করা হবে। বরিশালের নাগরিকদের চলমান সকল সমস্যার সমাধান করে নতুন বরিশাল গড়ার সংকল্প আমার আছে। আপনাদের দোয়া এবং সমর্থন পেয়ে আমি নির্বাচিত হতে পারলে এখানকার সমস্যা গুলো চিহ্নিত করে আপনাদের সাথে নিয়েই আমি আগামীর নতুন বরিশাল গড়তে চাই। রাষ্ট্রীয় সেবা মূলক প্রতিষ্ঠান হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন।কিন্তু এর আগে অনেক অনিয়ম হয়েছে যা আমি নির্বাচিত হলে ভবিষ্যতে আর সমস্যা থাকবে বলেও বলেন।সিটি কর্পোরেশনকে উন্মুক্ত করে দেয়া হবে নাগরিকদের জন্য। সর্বশেষ, যে ব্যাক্তিই মেয়র নির্বাচিত হন না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা পুরন করার মধ্যেই নিহিত থাকবে তাদের সফলতা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।