ঢাকা শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাইবো— মোয়াজ্জেম হোসেন আলাল

vorer angikar
আগস্ট ২২, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: তৃনমুল থেকে উঠে আসা আপোষহীন নেতা,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়। গতকাল বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩শ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে। বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আলাল। তিনি বলেন, যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্বতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ-সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে, যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা চাইব- ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ বর্তমানে নির্বাচিত সরকার না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। নগরীর
শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা জানান, মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন পোড় খাওয়া আপোষহীন নেতা। তিনি বিএনপির দু:সময়ে রাজনৈতিক মাঠে থেকে বরিশাল সদর আসনের দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে গিয়ে ততকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের রোশানলে পরে দেশে সর্বোচ্চ মামলার

আসামিদের মধ্যে অন্যতম ছিলেন, যা দলের প্রতি তার আনুগত্য প্রকাশ পায়।তারা আরও বলেন, নির্বাচনে অতিথি পাখিদের ভীড়ে বরিশাল সদর আসনে মোয়াজ্জেম হোসেন আলালই যোগ্য প্রার্থী, যিনি নেতাকর্মীসহ সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে পারবেন।আরও একটি সুত্র থেকে জানা যায়,কেন্দ্রীয় পর্যায়ের গ্রীন সিগন্যাল পেয়েই মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল সদর আসনে ভোটার হওয়ার পাশাপাশি গনসংযোগ শুরু করেন।সুত্র আরও জানায়,বরিশাল সদর আসন ব্যাতিত অন্য কোন আসন থেকে নির্বাচন করার আগ্রহী নন তিনি।

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।