নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।
তিনি (জসিম) নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।
বুধবার (১৮ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে।
বুধবার দিবাগত রাতে জসিম উদ্দিনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পরলে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জসিমের সমর্থকরা দাবি করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ঘটনায় তাকে (জসিম উদ্দিন) গ্রেপ্তার করা হয়েছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
