ঢাকা বুধবার , ৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে যুব উৎসবের আয়োজন

vorer angikar
মার্চ ৬, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি ।।
ভোলার তজুমদ্দিনে র‌্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যুব উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের সহযোগিতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই যুব উৎসবের আয়োজন করে।

বুধবার ( ৬মার্চ ) সকালে এক বণার্ঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, চাদপুর চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তজুমদ্দিন এসডিএফ এর ক্লাস্টার অফিসার আবদুল কাদের ।এছাড়া প্রকল্প এলাকার যুব ও মৎস্যজীবী সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দিনব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান শেষে বিকেলে অংশগ্রহণকারীদে মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকল্পে কর্মকর্তারা জানান,উপজেলার ১০ টি সমিতির নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি সহ সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে চাকরির ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।