ঢাকা শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনের মুচি বাড়ি কোনায় গন পাঠাগার না থাকায় যুব সমাজ আজ হুমকির মুখে

vorer angikar
জানুয়ারি ১২, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি।
তজুমদ্দিনের মুচি বাড়ির কোনা বাজারটি একটি জনবহূল বাজার। এটি চাদঁপুর ইউনিয়ন ও শম্ভুপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে কোন ভাল গন পাঠগার নেই। যেখানে ঠিক সময়ে পত্রিকা পাওয়া যায়।পাইলেও দু-একটা চোখে পড়ে, যাহা পড়ার জন্য চারদিক থেকে অনেক লোকজন হুমরি খেয়ে পরে।প্রতিদিন এখানে এসে ভোগান্তির স্বীকার হতে হয়। একটি পত্রিকা থাকার কারনে
একজনের বেশি কেউ পড়তে পারেনা। এছাড়া এখানে কোন ভাল সাহিত্যিক বই ও অন্যান্য
কোন বই নেই। যা ছাত্রদের মেধা বিকাশে সাহায্য করবে। এখানে রয়েছে কয়েকটি ধর্মীয় বই। এখানকার মানুষদের বহূদিনের স্বপ্ন এই বাজারে একটি উন্নত মানের সরকারি গনপাঠাকার তৈরি করা। যেখানে থাকবে সব ধরনের সরকারি ও বেসরকারি পত্রিকা,সাহিত্যিক পত্রিকা, সাহিত্যিক বই, বিভিন্ন গল্পের বই,সাধারন জ্ঞানের বই,
বিভিন্ন উপন্যাস, কবিতার বই, খ্যাতিমান কবিদের বই এবং নতুন সব বই,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক বই। এছাড়া আরো থাকবে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য কবিতা
লেখা এবং গল্প লেখার প্রতিযোগিতার জন্য বিশেষ ব্যাবস্থা। এমনি আশায় পথ চেয়ে
আছে এখানকার সুশীল সমাজ। এর প্রধান কারন হলো এখানকার যুবক ছাত্র সমাজ এবং
বেকার বালকরা সময় কাটানোর জন্য বিভিন্ন আড্ডায় মেতে ওঠে এবং নেশায় আসক্ত হয়ে
পরে। এতে আমাদের যুব ও ছাত্র সমাজ ধ্বংসের পথে চলে যায়। তাদের এই ধ্বংসের পথ
থেকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন একটি গন পাঠাগার। এমনই মন্তব্য করেন এখানকার

সুশিল সমাজ। এখানকার সুশিল সমাজ আশাবাদি যুব ও ছাত্র সমাজকে ধ্বংসের কালো হাত
থেকে বাচাঁতে হলে প্রয়োজন একটি উন্নত মানের গন পাঠাগার।তাহলে তারা খারাপ পথে এবং নেশার পিছনে সময় খরচ না করে সেই সময় কে তাদের জ্ঞানের প্রতিভা উজ্জ্বল করার লক্ষ্যে তাদের জ্ঞানকে কাজে লাগাতে সক্ষম হবে। স্থানীয় গণমাধ্যম কর্মী সাদির হোসেন রাহিম জানায়, এখানকার ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের কালো হাত থেকে বাচাঁতে প্রয়োজন
একটি গন পাঠাগার। এমনই মতামত জানায় স্থানীয় শিক্ষিত তরুণ সমাজ । বাজারবাসি সহ এলাকার সকল মানুষের একটাই চাওয়া যুব সমাজকে বাচাঁতে
হলে উন্নত গন পাঠাগার চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।