বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে মৃত দেহ উদ্ধার বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর (দোয়ারিকা) ঢালে সড়কের পাশ থেকে এক ব্যাক্তির মৃ* ত* দে/ হ উদ্ধার করেছে পুলিশ।
১৪ অক্টোবর বিকাল সারে ৪টায় তার সড়কের পাশ থেকে মৃ/ ত দে হ উদ্ধার করে বাবুগঞ্জ থানা পুলিশ।
ফেসবুক লাইভ দেখে মানুষিক ভারসম্যহীন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে তার ভাগ্নে মো. ফাহাদ। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম (৫০)। তিনি উপজেলার কেদারপুর ইউনিয়নের কাশিগঞ্জ গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
সনাক্তকারী ভাগ্নে মো. ফাহাদ বলেন, আমার মামা মানুষিক ভারসম্যহীন। তিনি ১৪অক্টোবর সকালে বাড়ী থেকে বের হয়ে । বিকালে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে তাকে সড়কের পাশে পরে থাকতে দেখি।
বাবুগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মৃ* ত দে* হ সনাক্ত করেছে তার পরিবারের লোকজন। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃ* ত সনদ গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এঘটনায় একটি অ* প* মৃ* ত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দিনের যেকোন সময় গাড়ীর ধা* ক্কা* য় সড়কের পাশে পরে যায় শহিদুল ইসলাম।
