নিজস্ব প্রতিবেদক: শ্বশুর বাড়িতে অবস্থানরত স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসতে গিয়ে হামলার শিকার হয়েছেন আল আমিন নামে এক যুবক। গত ১৩’ই জুন বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড গ্যাসটারবাইন মৃধা বাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আল আমিন বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। আহত আল আমিন ও তার স্বজনরা জানান, কিছুদিন পূর্বে স্ত্রীর সাথে আল আমিনের মনোমালিন্য হওয়ায় রাগ করে বাবার বাড়িতে
চলে যায় আল আমিনের স্ত্রী। পরবর্তীতে বিভিন্ন ব্যাক্তির অনুরোধেও স্ত্রী বাড়িতে না আসায় গত ১৩ ‘ই জুন রাত আনুমানিক ৯ টার সময় বড় ভাই বাবুল, ভাবি এবং দাদিকে নিয়ে স্ত্রীকে ফেরত আনার উদ্দেশ্যে শ্বশুর বাড়ি যায় আল আমিন। এ সময় ঘরে অবস্থানরত আল আমিনের শ্যালক আজিজ,সমন্ধি জুয়েল, কুলসুমসহ অজ্ঞাত কয়েক ব্যাক্তি ঘরের ভিতর আল আমিনকে আটকে বেদম মারধর করে। এ সময় আল আমিনের সাথে থাকা বড় ভাই বাবুল,বাবুলের স্ত্রী এবং দাদীকেও মারধর করে হামলাকারীরা। ঘটনাচক্রে আহত রক্তাক্ত আল আমিন নিস্তেজ হয়ে পরলে তাকে ঘরের বাহিরে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত আল আমিনকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।