ঢাকা সোমবার , ৮ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জয়লাভ করে এমপি শাওনের সাথে নেতাকর্মীদের মতবিনিময়

vorer angikar
জানুয়ারি ৮, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

জিহাদুল ইসলাম, -তজুমুদ্দিনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১১৭ আসনে বিশাল জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন নির্বাচনের পর দিনই তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সাথে মত বিনিময় সভা করেন। সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার এবং যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন অন্যান্য সকল সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন, এ সময় নুরুন্নবী চৌধুরী বলেন, ‘নৌকার এই জয় জনগণের, এই জয় আমার নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। তাকে এই জয় উৎসর্গ করছি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ভোটের ফলাফলে আওয়ামী লী
গের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হওয়ার পর সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানান। সোমবার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে কথা দিয়েছিলাম, আমাকে প্রার্থী করলে ভোটাররা কেন্দ্রে আসবেন, ভোট দেবেন। সেই কথা আজ বাস্তব হয়েছে। সারা দিন শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর ভোটগ্রহণ হয়েছে। গণমাধ্যমকর্মীরা তা সার্বক্ষণিক লক্ষ রেখেছে । এখন শুধু আমার দায়িত্ব সবাইকে নিয়ে নির্বাচনী এলাকার উন্নয়ন করার পালা। জনগণের সেবক হয়েই আগামী দিনগুলো কাটাতে চাই। এই যাত্রায় সবার দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ চাই।’ তিনি বিশেষভাবে তরুণ ভোটারদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।