আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা-৩ আসনে ফুরফুরে মেজাজে আওয়ামী লীগের চতুর্থ বারের মতো মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য থাকা এমপি শাওন এবারো নিজ দলের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে ইতিমধ্যে নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করেন এবং তা বৈধ ঘোষণা করা হয়। ১৮ ডিসেম্বর থেকে প্রচার প্রচারণা শুরু হয়ে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজ এলাকার সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার অভূতপূর্ব উন্নয়নে পনের বছর নিরলস কাজ করে সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন এমপি শাওন।
লালমোহন তজুমদ্দিন উপজেলা এক সময়ের উন্নয়ন বঞ্চিত সন্ত্রাসের জনপদকে নিজের সবটুকু মেধা দক্ষতা প্রজ্ঞার সমন্বয়ে এলাকার প্রতিটি মানুষের প্রাপ্য সেবা নিশ্চিত করা ও বহুমাত্রিক উন্নয়নে স্মার্ট বাংলাদেশের স্মার্ট আসন গড়তে কাজ করে যাচ্ছেন এমপি শাওন। টানা তৃতীয় মেয়াদে পনের বছর এ এলাকার সাধারণ মানুষের যে কোন প্রয়োজনে সুখে দুঃখে বটবৃক্ষের ছায়া দেওয়ার ক্ষেত্রে সর্বজন স্বীকৃত মানবিক নেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আসীন হয়েছেন এমপি শাওন। ২০১০ সালের ২৪ এপ্রিল উপনির্বাচনে বিএনপি দলীয় সাবেক ছয়বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফিজকে অর্ধলক্ষ ভোটের ব্যবধাণে হারিয়ে ব্যালট বিপ্লবে এমপি নির্বাচিত হন নুরুন্নবী চৌধুরী শাওন। জনগণের ভোটের প্রতি কৃতজ্ঞতায় শুরু করেন মানুষের কল্যাণ আর এলাকার বহুমাত্রিক উন্নয়ন। নিজের সবটুকু মেধা দক্ষতা প্রজ্ঞা দিয়ে গড়ে তোলেন শান্তির নীড়।
যার ফলশ্রুতিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রায় শতভাগ নিশ্চিত বলে জানান এলাকাবাসী।
এ প্রসঙ্গে তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা বলেন, ভোলা-৩ আসনের জনগণ সৌভাগ্যবান জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাইয়ের মতো একজন মহান নেতাকে এমপি হিসেবে পেয়ে। এ আসনের দুটি উপজেলার এমন কোন মানুষ নেই যাদের নিজেদের প্রয়োজনে এমপি শাওনকে পাশে পায়নি। অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন এমপি শাওন। তাই নিজেদের প্রয়োজনেই আমরা নৌকায় ভোট দিয়ে শাওন ভাইকে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার বলেন, লালমোহন তজুমদ্দিনের মানুষের ভাগ্য পরিবর্তন ও বহুমাত্রিক উন্নয়ন সাধনে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের বিকল্প নেই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও জনগন নিজেদের স্বার্থে ব্যালট বিপ্লবে এমপি শাওনকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।