নিজস্ব প্রতিবেদঃ আগামী ১২’ই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। ইতিমধ্যে মেয়র পদপ্রার্থী হিসেবে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মুল ফোকাসে রয়েছে ৩ জন। তারা হলেন নৌকা প্রতিক নিয়ে খোকন সেরনিয়াবাত, হাতপাখা প্রতিক নিয়ে শায়খে ফয়জুল করিম এবং লাংগল প্রতিক নিয়ে ইকবাল হোসেন তাপস। নির্বাচনের প্রচার প্রচারনার শেষ মুহুর্তে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় প্রার্থীর সমর্থনে বরিশাল এসেছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতে বর্তমানে বরিশাল অবস্থান করছেন কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে অন্যতম এড.আফজালুল করিম,বাহাউদ্দীন নাসিম, জাহাঙ্গীর কবির নানক,বলরাম পোদ্দার,ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ কয়েকশ নেতাকর্মী। তারা কয়েকটি ভাগে ভাগ হয়ে নগরজুড়ে জনসংযোগ করেন। হাতপাখা প্রতিকের পক্ষে জনসংযোগ করছেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আশরাফ আলী আকন,,ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, নওমুসলিম ডাঃ মাওলানা সিরাজুল ইসলাম, কুয়াকাটা হুজুর খ্যাত হাফিজুর রহমান সিদ্দিকীসহ কয়েকশ ওলামায়ে কেরাম। পাশাপাশি লাংগলের সমর্থনেও বেশকিছু নেতাকর্মী নগরীতেও অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে বরিশাল এখন উতসবের নগরীতে পরিনত হয়েছে।তবে এবারের নির্বাচনে সচেতন অবস্থায় রয়েছে ভোটাররা। তাদের বক্তব্য, আমরা কাকে ভোট দেব তা একান্তই নিজেদের বিষয়। কারন বিগত দিনে অনেক প্রতিশ্রুতি পেলেও তা বাস্তবায়ন হয়নি।তাই আমরাও এখন অনেক সচেতন। কোন প্রচারণাই আমাদের ব্যাক্তিগত স্বীদ্ধান্তের উপর প্রভাব ফেলবে না। বরিশাল নগরীর ভোটার সংখ্যা প্রায় পৌনে তিন লক্ষ।আগামী ১২’ই জুন অনুষ্ঠিত নির্বাচনে কে বিজয়ী হবেন, সেই প্রতিক্ষায় দিন গুনছে নগরবাসী।