নিজস্ব প্রতিবেদক ॥
প্রচন্ড গরমে জনজীবন যখন অস্থির, ঠিক সেই মুহুর্তে সড়কে চলাচলরত সাধারণ মানুষ এবং পরিবহনের ক্ষেত্রে আশির্বাদ হয়ে দাড়িয়েছে মাথার উপর টানানো পোস্টার। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী এবং ১২৬ জন কাউন্সিলর প্রার্থী বরিশাল নগরীর প্রধান সড়ক ছাড়াও অলিগলিতে সড়কে উপর তাদের প্রচারণা অংশ হিসেবে পোস্টার টানানোর ফলে সড়কে ছায়া পরায় অনেকটা রক্ষা পাচ্ছে রৌদ্রের তাপ থেকে। এ বিষয়ে আলাউদ্দিন নামে এক রিকশা চালক বলেন,রিকশা চালানোর সময় আমাদের মাথার উপর ছায়া দেয় এই পোস্টারগুলো।অপর এক পথচারী বলেন, প্রার্থীদের টানানো পোস্টার গুলো পলিথিনে মুড়ানো বিধায় বৃষ্টিতেও নস্ট হয় না। এগুলো নগরীর সৌন্দর্য নস্ট করলেও এই গরমে তা আশির্বাদ হয়ে দাড়িয়েছে।
গত কয়েকদিনের প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে ওঠেছে। তীব্র গরমে পুড়ছে জনপদ, মাঠ-ঘাট ও শষ্যের ক্ষেত। কোথাও স্বস্তির বাতাস নেই। সর্বত্র গরম আর গরম, কখনও প্রচন্ড, আবার কখনও ভ্যাপসা গরম। বৈশাখী তান্ডব চলছে জনপদে, সূর্যের প্রখরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দুপুর হতে না হতেই সড়ক বাজার লোক শুন্য হচ্ছে। একটু প্রশান্তির জন্য গাছতলায় ঠাই নিচ্ছে মানুষ। অসহনীয় তাপ, রৌদ্রযন্ত্রনা সেই সাথে পানি সঙ্কটে জনজীবনকে আরও এক ধাপ বিপর্যয়ের মুখে নিক্ষিপ্ত করছে। ফসলের মাঠ ফেটে চৌচির, বীজতলা শুকিয়ে যাচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল যথাযথ পানি উঠছে না।
চারিদিকে কেবল গরম আর গরম। যে গরমে কেবলমাত্র জনজীবনেই অস্থিরতা আনছে না, নানান ধরনের গরমজনিত এবং পানি বাহিত রোগ ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে ডায়রিয়ার বিশেষ প্রকোপ দেখাদিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। পাশাপাশি জেলার হাসপাতালগুলোতেও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রচন্ড গরম, আর তাপদাহে জনজীবন বর্তমান সময় হাঁসফাঁস করছে। গরমের অসহনীয় যন্ত্রনায় অতিষ্ঠ জনজীবন। অতি গরম হিটস্টোকের কারণ হিসেবে জানিয়েছেন চিকিৎসকরা। এমতাবস্থায়, সড়কে টানানো পোস্টারের ছায়ায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে নগরবাসী।