ঢাকা শনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে উৎসাহ উদ্দীপনায় রথযাত্রার শোভাযাত্রা

vorer angikar
জুন ২৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

বেতাগী প্রতিনিধি :বরগুনার বেতাগী পৌর শহরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে পৌর শহর এলাকার ৭ নম্বরের কালীবাড়ী থেকে এই শোভাযাত্রা শুরু হয়। রথযাত্রায় সম্প্রতি বন্ধনে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা গেছে, রথযাত্রায় নানা বয়সের নারী-পুরুষ ধর্মপ্রাণ ভক্তরা অংশ নেন। রঙিন পোশাকে সজ্জিত ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে শোভাযাত্রাকে উৎসবমুখর করে তোলেন। রথ টানার মধ্য দিয়ে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূণ্য লাভের আশায় অংশ নেন কয়েক শত মানুষ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি এসে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ উৎসবটি উপভোগ করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।