নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিএম স্কুল এর সম্মুখে উদ্বোধন হলো নাওয়ার গ্রুপের ইলেকট্রিক ই বাইকের শোরুম। অনুষ্ঠানের শুরুতে দোয়া মোনাজাতের মাধ্যমে, কেক ও ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন নাওয়ার গ্রুপের চেয়ারম্যান জাহিদুল আলম ও সি ই ও মিস্টার রাফেল।
শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাওয়ার গ্রুপের চেয়ারম্যান জাহিদুল আলম, এসময় বাইকটি প্রদর্শন করেন সিন ইয়ান গ্রুপের সি ই ও মিস্টার রাফেল। এবং আরও উপস্থিত ছিলেন সুরাইয়া ইয়াসমিন কেআর ডে কেয়ার এন্ড প্রি স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টর, সাংস্কৃতিক ব্যক্তিত্ত কাজল ঘোষ,সাবেক
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল সহ অন্যান্য সুধিজন।
অনুষ্ঠানে চেয়ারম্যান ও সিও বলেন নতুন এই বাইকটি সরাসরি চায়না থেকে সিন ইউং গ্রুপ মেনুফ্যাক্সারিং করে বাংলাদেশে বাজারজাত করছে নাওয়ার টেক গ্রুপ। নতুন টেলিং রেসিং ই বাইকটি কর্মজীবী মহিলাদের জন্য একটি আদর্শ বাইক ও পরিবেশ বান্ধব, এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাইকটির স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। মাত্র ২০ টাকা খরচে ১০০ কিঃমি চলবে এই বাইকটি। পরিবেশবান্ধব এবং শব্দহীন এই বাইকটি ইতিমধ্যে সবার পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। বাইকটি কয়েকটি মডেলের বিভিন্ন কালারে বরিশাল নগরীর বি এম স্কুলের সামনে কোম্পানির নিজস্ব শোরুমে পাওয়া যাচ্ছে।