আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় বিকল্প কর্মসংস্থানের জন্য নিবন্ধিত জেলেদের বিনামূল্যে গরুর বকনা বাছুর দেয়া
হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব বকনা বাছুর বিতরণ করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৮ম ধাপে ১৬জন জেলেকে গরুর এই বকনা বাছুর দেয়া হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ ছাড়াও বকনা বাছুর বিতরণকালে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিন, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: সাইদুর রহমানসহ উপকারভোগী জেলে ও সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।