নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা পুরাতন বাকলা পান্থ সড়কে অবস্থিত ‘শান্তি প্রিয় যুবসমাজ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো: রাজু গাজীকে বহিস্কার ও একইসাথে নতুন সভাপতিও নির্বাচিত করা হয়েছে। এর আগে সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে সোমবার (৯ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুযায়ী মোঃ রাজু গাজীকে সভাপতি পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ জানান, একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন এটি। যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত এবং এটি কোনো অঙ্গ সংগঠন নয়, তেমনি অন্য কোনো সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবেও কাজ করে না। কিন্তু সংগঠনের সভাপতি মোঃ রাজু গাজী ব্যক্তি স্বার্থে সংগঠনের নাম ব্যবহার করে রাজনৈতিক দলের ব্যানারে যুক্ত হন। এই কর্মকাণ্ড বরিশালের “দৈনিক তিনটি পত্রিকায় পৃথক সংখ্যায় প্রকাশিত হয়, যার ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং এর গঠনতন্ত্র লঙ্ঘিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে
ভবিষ্যতে যাতে কোনো সদস্য গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে লিপ্ত না হয়, সে বিষয়ে সকলকে সতর্কবার্তা প্রদান করা হয়।
এদিকে রাজু গাজীকে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজ প্রমানিত হওয়ায় তাকে বহিষ্কার করার পর সভাপতি পদ শূন্য হয়ে যাওয়ায় বর্তমান কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যদের সম্মতিক্রমে উক্ত সংগঠনের সহ- সভাপতি মো: আতিফ হামজাকে বর্তমান কার্যনিবাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। উক্ত সিদ্ধান্তটি বরিশালের দৈনিক একাধিক পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটি তার প্রতিষ্ঠাকালীন মূলনীতি অনুসরণ করে আগামীতেও সমাজসেবামূলক কাজে অটল থাকবে বলেও জানান তারা।