ঢাকা সোমবার , ১৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আভাসের আয়োজনে আন্তর্জাতিক গৃহকর্মী দিবস পালিত

vorer angikar
জুন ১৬, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরিশালে আভাসের উদ্যোগে এবং অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ১৬ ই জুন সোমবার বিকেলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গৃহকর্মী দিবস ২০২৫। বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অবস্থিত আলহাজ্ব দলিলউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক গৃহকর্মী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর উপজেলা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, আঞ্চলিক শ্রম অধিদপ্তর, বরিশাল।

দিবসটি উপলক্ষে প্লাকার্ড, ফেস্টুন ও ক্যাপসহ একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর প্রধান ও বিশেষ অতিথিদের মাধ্যমে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় গৃহকর্মীদের অধিকার নিয়ে সুরারোপিত একটি গানের মাধ্যমে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী গৃহকর্মীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা ব্যক্ত করেন এবং আভাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি মোঃ মনিরুজ্জামান বলেন, গৃহশ্রমিকদের ন্যায্য মজুরি, ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শ্রম আইন ও নীতিমালার বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। তিনি আরও বলেন, গৃহশ্রমিকদের বয়সসংক্রান্ত বিষয়ে আইনি ও নীতিগত দিক থেকে বিভ্রান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ জরুরি।

প্রধান অতিথি ইউএনও মোঃ ইকবাল হাসান বলেন, “আভাস যে এই দিবসটি পালন করছে, এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রকৃত শ্রমের মূল্যায়ন করা সম্ভব।” তিনি বলেন, “২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন হলেও অনেক সরকারি কর্মকর্তাও এখনো তা সম্পর্কে জানেন না, যা উদ্বেগজনক।” তিনি সরকারি দপ্তরগুলোকে এই বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি নাটিকা – “আমরাও শ্রমিক” – যা রচনা ও নির্দেশনায় আভাসের প্রকল্প কর্মীরা এবং অভিনয়ে অংশ নেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংস্থার সদস্যরা। নাটিকায় অংশগ্রহণ করেন খুশি, রাশিদা, নীলা, রুমা, মনি, হাসিনা প্রমুখ।

উল্লেখ্য, গৃহকর্মীদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আভাস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আজকের আয়োজনে অংশগ্রহণকারীদের অভিব্যক্তি এবং উপস্থিত কর্মকর্তাদের মতামত প্রমাণ করে যে, ভবিষ্যতে জাতীয় পর্যায়েও এমন আয়োজন আরও বিস্তৃতভাবে করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।