আরশাদ মামুন নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার দুর্গম চরকচুয়াখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ভোলা জেলা এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে একশত পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
বিতরণ করা শুকনো খাবারের মধ্যে ছিল- ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, এক প্যাকেট বিস্কিট এবং এক বোতল বিশুদ্ধ পানি।
এ সময় ভোলা জেলা এসএসসি-৯৯ ব্যাচের সদস্য মো. মাইনুল হক, মো. জসিম জনি, মো. আজাদুর রহমান এবং মো. টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।